
একসঙ্গে আফজাল-সুবর্ণা ও তারিন
ঢাকা, ১০ জুন, (ডেইলি টাইমস ২৪):
আরিফ খানের পরিচালনায় এ টেলিফিল্মের শুটিংয়ে প্রথম দিনে অংশ নিতে পারেননি আফজাল। ব্যক্তিগত কাজে বেশকিছু দিন দেশের বাইরে ছিলেন। ৭ জুন দেশে ফিরেন তিনি। প্রথম দু’দিন সুবর্ণা মুস্তাফা, তারিন ও হিল্লোলকে নিয়ে শুটিং হয়। ৮ জুন থেকে শুটিংয়ে অংশ নেন আফজাল হোসেন। টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, পারিবারিক জটিলতা এবং জীবনে পাওয়া না পাওয়ার ব্যর্থতার গল্প নিয়েই মূলত এগিয়ে যাবে ছুটির একদিনে টেলিফিল্মের গল্প।
এতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘আমি নিয়মিত অভিনেতা নই। শুটিংয়ের পরিবেশ আরামদায়ক হলে এবং ইউনিট আন্তরিক হলে অভিনয় করাটা উপভোগ্য হয়ে ওঠে। সুবর্ণা ও তারিনের সঙ্গে সম্পর্কটা দীর্ঘদিনের। শুটিংয়ে তাদের সঙ্গে কাজ করা, একসঙ্গে কিছু মুহূর্ত কাটানো আনন্দদায়ক এবং বাড়তি পাওনাও বটে।’
আসছে ঈদে টেলিফিল্মটি এনটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা। এদিকে গতকাল থেকে আফজাল হোসেন তার নির্দেশনায় ‘ছোট কাকু’ সিরিজের শুটিং শুরু করেছেন।