
জেলার সংবাদ
আদিতমারীতে ফেন্সিডিলসহ আটক ২
ঢাকা, ১০ জুন, (ডেইলি টাইমস ২৪):
লালমনিরহাটের আদিতমারীতে ১১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিষবাড়িয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, রংপুর শহরের মাহিগঞ্জ জেবিশন রোড এলাকার ভুপেন্দ্র ঘোষের ছেলে মুকুল ঘোষ (৪৬) ও একই এলাকার ক্ষীতিশ চন্দ্র ঘোষের ছেলে গৌতম ঘোষ (৩৮)।
আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফ বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষবাড়িয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। পরে আটক মোটর সাইকেলের ২ যাত্রীর শরীর তল্লাশি করে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।