
পুলিশ আর আওয়ামী লীগ মিলেমিশে একাকার: বিএনপি
ঢাকা, ১০ জুন, (ডেইলি টাইমস ২৪):
পুলিশ আর আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। এক হয়ে তারা ইফতার মাহফিলে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
১০ জুন শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পবিত্র রমজান মাসে মুসলিমরা যখন সিয়াম সাধনা করছে। তখন সরকারের সন্ত্রাসীরা বিরোধী দলের ইফতার মাহফিলে আক্রমণ করছে। বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। এমনকি দ্রুত বিচার আইনের অধীনে মামলার ভয়ও দেখাচ্ছে।
তিনি বলেন, শুক্রবার নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের ইফতার মাহফিলে ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে। মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের বাড়িতে ইফতার মাহফিলে হামলা চালায় পুলিশ। ঢাকার দোহারেও ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে। মনে হচ্ছে পুলিশ এখন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দ্রুত বিচার আইনের সাজার মেয়াদ বাড়ানোর সমালোচনা করে রিজভী বলেন, আজকে ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। এই হলো দেশের বর্তমান অবস্থা। নরসিংদীতে জেলা ছাত্রদল নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে জানিয়ে তিনি অবিলম্বে তার সন্ধান দাবি করেন।
তিনি বলেন, রমজান মাসে দেশব্যাপী বিএনপি আয়োজিত ইফতার মাহফিলগুলোয় অনুমতি দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, হামলা চালাচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরে থাক ধর্মীয় অনুষ্ঠান করতেও হিংসার আাশ্রয় নিয়েছে। আওয়ামী ক্যাডাররা বাধা দিচ্ছে। এ ধরনের আক্রমণ বা বাধা শুধু প্রতিহিংসা চরিতার্থ করা নয়, বরং ধর্মীয় অনুষ্ঠানের ওপরও আক্রমণ।