খেলাধুলা

সাকিব-মাহমুদউল্লাহকে প্রধানমন্ত্রীর টেলিফোন

ঢাকা, ১০ জুন, (ডেইলি টাইমস ২৪):

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সরকারি সংস্থা বাসস জানিয়েছে, শুক্রবার রাতে ইংল্যান্ডে অবস্থানরত এই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব জানান, বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, লড়াইয়ের পরে বিজয়ী হওয়ার আনন্দই আলাদা। লড়াইয়ের প্রবণতা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চিত বিজয় আসবে।

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ২২৪ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই বাংলাদেশ পাঁচ উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করে।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button