জেলার সংবাদ

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ঢাকা, ১১ জুন, (ডেইলি টাইমস ২৪):

সাতক্ষীরায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবা আকবর আলি (৬০) একজন কাঠমিস্ত্রি। তার ছেলে আবদুস সালামও একই পেশায় জড়িত।

সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, বাবা ও ছেলের মধ্যে টাকা লেনদেনের বিষয় ছিল। বাবার কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সালাম তার বাবার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে বাবা গুরুতর আহত হন।

পরে তাকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছিল। রোববার ভোরে আকবর আলি মারা যান।

ওসি জানান ঘটনাস্থলে পুলিশের এসআই মোমিনকে পাঠানো হয়েছে। ঘাতক পুত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।  ময়নাতদন্তের জন্য  আকবর আলির লাশ সাতক্ষীরায় আনা হচ্ছে।

Show More

আরো সংবাদ...

Back to top button