
জেলার সংবাদ
তালায় স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা
ঢাকা, ১২ জুন, (ডেইলি টাইমস ২৪):
সাতক্ষীরার তালায় স্ত্রী ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আক্তার হোসেন (৩৭) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার ঘোনা গ্রামের মৃত গহর মোড়লের ছেলে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে গুরুতর আহত ইরানী বেগমকে (২৮) উন্নত চিকিৎসার জন্য খুলনা হতে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বেশকিছুদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। তারই সুত্র ধরে আক্তার হোসেন রবিবার রাতে কুড়াল দিয়ে তার স্ত্রী ইরানী বেগমের মুখে কুপিয়ে মৃত্যু নিশ্চিত জেনে তিনি বাড়ির পাশে আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় মেম্বর এজাহার আলী বলেন, রাতে খবর পেয়ে আমরা আহত ইরানী বেগমকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করি। তার অবস্থার অবনতিতে পারে খুলনা মেডিকেল কলেজ এবং সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় ১২ বছর আগে একই গ্রামের মৃত আকবর গাজীর কন্যার সঙ্গে ইরানী বেগমের বিয়ে হয়।তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত হচ্ছে।