
জেলার সংবাদ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিমি যানজট
ঢাকা, ১২ জুন, (ডেইলি টাইমস ২৪):
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পড়েছেন সাধারণ যাত্রীরা
সোমবার সকাল থেকে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী থেকে চন্দ্রা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, সড়কে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু গত রাত থেকে বৃষ্টি হচ্ছে। এ কারণে মহাসড়কে গাড়ি ধীর গতিতে চলছে।
তিনি বলেন, মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যানবাহন থেমে রয়েছে। তবে টাঙ্গাইলের দিকে যানবাহন স্বাভাবিকভাবেই চলছে।
মির্জাপুর হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।