
আইন ও আদালত
বনানীর ধর্ষণ মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
ঢাকা, ১২ জুন, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ বদলির আদেশ দিয়েছেন আদালত।
গতকাল রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম হাফিজুর রহমান এ আদেশ দেন।আদেশ অনুযায়ী মামলাটি’র নথি ওই ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার নাজমুল মামলার নথি ও প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার দ্য রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।