জেলার সংবাদ

চৌদ্দগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ঢাকা, ১২ জুন, (ডেইলি টাইমস ২৪):

কুমিল্লার চৌদ্দগ্রামে ফারজানা আক্তার  স্বপ্না (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনির হোসেনর (২৫) বিরুদ্ধে। নিহত  স্বপ্না উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে। রবিবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্নার মা আয়েশা বেগম জানান, গত জানুয়ারি মাসে মনির সঙ্গে  স্বপ্নার  বিয়ে হয়। কিছুাদন আগে  স্বপ্না  বাবার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সন্ধ্যায় মনির শ্বশুর বাড়িতে এসে ঈদ উপলক্ষে কিনে রাখা নতুন জামা-কাপড় পছন্দ না হওয়ায়  স্বপ্নার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে মনির  স্বপ্নাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার এসআই কমল কৃষ্ণ সূত্রধর জানান, ‘লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।
Show More

আরো সংবাদ...

Back to top button