
জেলার সংবাদ
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী
ঢাকা, ১২ জুন, (ডেইলি টাইমস ২৪):
চট্টগ্রামে বাসার গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল করিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৪০)।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বাদুরতলা বালতি কোম্পানির পাশে মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল করিম একই এলাকার ফজলুল করিমের ছেলে।এ ব্যাপারে পাঁচলাইশ থানার উপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, রবিউল করিমের বাসার পাশে একটি বিদ্যুতের খুঁটি ছিল। ওই খুঁটি থেকে বৃষ্টির পানিতে বিদ্যুতায়নের ঘটনা ঘটে। সেটা বুঝতে না পেরে বাসা থেকে বের হয়ে গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থা রবিউলের স্ত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।