
আন্তর্জাতিক
কেনিয়ায় ভবন ধসে নিখোঁজ ১২১
ঢাকা, ১৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
কেনিয়ার রাজধানী নাইরোবিতে গতরাতে একটি সাততলা ভবন ধসে পড়েছে। এতে মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবরে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। দেশটির উদ্ধার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পুলিশ জানায়, ভবনটিতে ফাটল দেখা দেয়ার পর ধসে পড়লে বাসিন্দাদের মধ্যে কেউ কেউ নিরাপদে বের হতে পারলেও অনেকেই আটকা পড়েন।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ‘এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।’ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের ডেপুটি হেড অব কমিউনিকেশন পিউস মাসাই বলেন, এই ঘটনায় মোট ১২১ জন নিখোঁজ রয়েছেন। তিনি এক বিবৃতিতে জানান, ‘কয়েকজন লোক ভেতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।’
সোমবার রাতে নগরীর দক্ষিণ-পূর্বাঞ্চলের মুকুরু কাওয়া রেউবেন বস্তির কুয়ারি এলাকায় এই ঘটনা ঘটে।