
বিনোদন
‘লাভ ইন ঢাকা’য় গাইবেন সুনিধি
ঢাকা, ১৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
ভারতীয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান আর বাংলাদেশের তাহসান, মেহরীন, কর্নিয়াকে নিয়ে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ‘লাভ ইন ঢাকা’ কনসার্ট।
গ্রান্ড মাস্টার ইভেন্টসের আয়োজনে ২৭ জুলাই ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে চার সঙ্গীতশিল্পীর পাশাপাশি নৃত্য পরিবেশন করবেন ভারতীয় মডেল পূজা এবং ইউক্রেনের নৃত্যশিল্পী এনাস্তাসিয়া। বাণিজ্যিক ভিত্তিতে অনুষ্ঠিতব্য এ আয়োজনের প্রবেশমূল্যের একটি অংশ শ্যামলীর অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।