
আইন ও আদালত
২০ কেজি সোনা চোরাচালান মামলায় ৩ আসামির জামিন স্থগিত
ঢাকা, ১৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
২০ কেজি সোনা চোরাচালান মামলার তিন আসামিকে হাইকোর্টের দেয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এই আদেশ দেন। গত ৭ জুন হাইকোর্ট এই মামলার আসামি গিয়াস উদ্দিন, ইমরান খান ও মো.সোয়েবকে জামিন দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ ও আসামিপক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। মাসুদ হাসান চৌধুরী পরাগ জানান, তিন আসামিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
২০১৫ সালের ৮ এপ্রিল চট্টগ্রামের সদরঘাট থানার আনু মাঝির ঘাট এলাকায় ‘এসি মেলা’ নামে একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে অভিযান চালিয়ে অলঙ্কারসহ প্রায় ২০ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সদরঘাট থানায় পরদিন মামলা করে পুলিশ।