
জেলার সংবাদ
ভারী বর্ষণের সতর্কবাণী
ঢাকা, ১৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ মঙ্গলবার বিকাল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে। -বাসস