
জেলার সংবাদ
মিরপুর উপজেলা প্রশাসনের ভিক্ষুকদের সঙ্গে ইফতার
ঢাকা, ১৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
১৩ জুন মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৩৭ জন পুনর্বাসিত ভিক্ষুকের সঙ্গে ইফতার করলেন উপজেলা প্রশাসন। পরে তাদের প্রত্যেককে ঈদের উপহার হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অায়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অা ন ম কুদরুত ই খুদা। এ ছাড়া অারও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অাবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সূবর্ণা রাণী সাহা, সমাজসেবা অফিসার অাবু রায়হান, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রমূখ।