
অর্থ ও বাণিজ্য
সলিমুল্লাহ রোডে ব্যাগপ্যাকার্সের নতুন শোরুম উদ্বোধন
ঢাকা, ১৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে নতুন শো-রুম চালু করেছে ব্যাগপ্যাকার্স (www.bagpackersbd.com)। সম্প্রতি ১২/১ সলিমল্লাহ রোডে এর উদ্বোধন করেন ব্যাগপ্যাকার্সের কর্ণধার রিয়াজ আহমেদ বাবু। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে পবিত্র রমজানে ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে সলিমুল্লাহ রোডে ব্যাগপ্যাকার্সের এই নতুন শো-রুম চালু করা হয়েছে। নতুন শো রুম উদ্বোধন উপলক্ষে ক্রেতারা নির্দিষ্ট কিছু পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া শো-রুমটি নতুন মডেলের বিভিন্ন ব্যাগে সাজানো হয়েছে।