
জেলার সংবাদ
নওগাঁয় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ঢাকা, ১৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খোর্দ্দনারায়ণপুর (পালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খোর্দ্দনারায়ণপুর (পালপাড়া) গ্রামের মৃত সুক্তা পালের ছেলে গোবিন্দ পাল (৪০) মঙ্গলবার বিকেলে গ্রামের মাঠে বর্ষালী ধানের জমিতে কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফিরছিলেন। পথে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে ঘটনাস্থলেই গোবিন্দ পাল ওই সাপটিকে মেরে ফেলে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাটি জানার পর স্বজনরা নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে রাত ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন গোবিন্দ পাল।