
শিক্ষা
দায়িত্ব নিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ঢাকা, ১৫ জুন, (ডেইলি টাইমস ২৪):
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিকভাবে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন। নিয়োগের ১৪ দিনের মাথায় তিনি দায়িত্ব গ্রহণ করলেন।
এ সময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, ইনস্টিটিউট এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা।
আনুষ্ঠানিকতা সেরে প্রথমেই তিনি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাসের ফাইল স্বাক্ষর করেন। এরপর দীর্ঘদিন থেকে অপ্রকাশিত বিভিন্ন বিভাগের ফলাফলের ফাইল দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ইব্রাহীম কবীর, প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না ছিদ্দিকা, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ফেরদৌস, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।