
জেলার সংবাদ
নববধূ রেখেই চলে গেলেন শান্ত
ঢাকা, ১৫ জুন, (ডেইলি টাইমস ২৪):
পাহাড় ধসে পড়া মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে; কিন্তু চলে যাওয়ার আগে পটুয়াখালীর বাউফলের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর ইসলাম শান্ত রেখে গেছেন অসংখ্য স্মৃতি। বিয়ে করেছেন মাত্র ১০ মাস আগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিয়ের স্মরণীয় মুহূর্তের ছবিতে এখনো সতেজ বাংলার এই সাহসী সন্তান।

প্রতিটি ছবিতে হাতে হাত রেখে হাস্যোজ্জ্বল স্বামী-স্ত্রী। হয়তো কথা ছিল জীবনভর একসঙ্গে চলার। স্ত্রীর হাতের মেহেদির রঙ হয়তো এখনো মুছে যায়নি; কিন্তু বছর না পেরোতেই কথা রাখেননি তানভীর। নবপরিণীতাকে একা রেখে চলে গেলেন না ফেরার দেশে।