
রাহুলকে ‘পাপ্পু’ বলায় কংগ্রেস নেতা বহিষ্কার
ঢাকা, ১৬ জুন, (ডেইলি টাইমস ২৪):
রাহুল গান্ধীকে নিয়ে উপহাস ও তিরস্কার করতে গত লোকসভা ভোটের আগে তাকে ‘পাপ্পু’ বলে ডাকা শুরু করে বিজেপির লোকেরা। এবার রাহুলের তারিফ করতে গিয়ে নিজের ভুলেই বেশ বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের মারাঠি কংগ্রেস নেতা বিবেক প্রধান।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশে কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাহুলকে বারবার ‘পাপ্পু’ বলে সম্বোধন করে বসেন ওই জেলা কংগ্রেস সভাপতি। যদিও এ নামটি রাহুলকে বিদ্রƒপ করতেই ব্যবহার করে আসছে বিজেপি। এর জবাবে কংগ্রেসও নরেন্দ্র মোদিকে বলত ‘ফেকু’।
কিন্তু কংগ্রেসেরই কোনো পদাধিকারী এমন সম্বোধন করবেন, সেটি ভাবেননি দলের নেতৃত্ব। ঘটনা সামনে আসতেই বিনয় প্রধানকে দল ও পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করে কংগ্রেস।
দলটির নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘যে শাস্তি দেয়া হয়েছে, তা যথার্থ। শুধু সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ উত্তরপ্রদেশ কংগ্রেস বলছে, বিনয় প্রধান বিজেপিতে যোগ দিতে পারেন।
তাই ইচ্ছে করেই এ কাজ করেছেন। কিন্তু বিনয় বলছেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের কাজ সামলান যারা, এটি তাদের কাজ। রাহুলের সঙ্গে দেখা করে তিনি পুরো বিষয়টি বুঝিয়ে বলবেন।