
বিনোদন
ট্রিপল এক্স ফোরেও দীপিকা
ঢাকা, ১৬ জুন, (ডেইলি টাইমস ২৪):
বলিউড ছাড়িয়ে অনেক আগেই হলিউডে নাম লিখিয়েছেন দীপিকা পাড়ুকোন। একই পথের যাত্রী বলিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। পরিচিতিও তার বেশি।
কিন্তু এ হলিউডেই প্রিয়াঙ্কাকে জোড়া গোল দিলেন দীপিকা। প্রথম হলিউডি ছবি ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ বক্স অফিসে বেশ সফল হয়।
এ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন দীপিকা। সে সফলতার সূত্র ধরে ট্রিপল এক্স ফোরেও থাকছেন এ নায়িকা।
জেন্ডার কেজের পরিচালক ডি জে কারুসো নিজেই জানিয়েছেন এমন খবর।