বিনোদন

কপিল শর্মার শোতে ফিরছেন সুনীল!

ঢাকা, ১৬ জুন, (ডেইলি টাইমস ২৪):

তবে কি আমে দুধে মিশে গেল? মনোমালিন্য মিটিয়ে কী ‘ভাব’ করে নিয়েছেন দুই তারকা? কথা হচ্ছে কমেডি বাদশা কপিল শর্মা আর সুনীল গ্রোভারকে নিয়ে। কারণ এর পেছনে রয়েছে একটি খবর। ফের নাকি কপিল শর্মার শোয়ে আসতে চলেছেন সুনীল গ্রোভার। আর এই খবরেই এখন সরগরম বলিউড টাউন।
কয়েক মাস আগেই কপিল-সুনীলের ঝগড়া প্রকাশ্যে এসেছিল। সে সময় কাদা ছোড়াছুড়িও কম হয়নি এ নিয়ে। বিমানে তাঁর প্রতি কপিলের অসভ্য আচরণের জন্য জনপ্রিয় ‘কপিল শর্মা শো’ ছেড়েই বেরিয়ে গিয়েছিলেন সুনীল গ্রোভার। সুনীলের সঙ্গে সঙ্গে শো থেকে বেরিয়ে যান আলী আসগর, চন্দন প্রভাকর।
তবে ফের নাকি সেই শোতেই ফিরছেন সুনীল। নাহ! তবে পাকাপাকি ভাবে নয়। মাত্র একটি পর্বেই আবার এক মঞ্চে দেখা যাবে ডঃ গুলাটি আর কপিলকে। আর এর পেছনে আছে সালমান খান। শোনা যাচ্ছে, সালমানের ‘টিউবলাইট’-এর জন্যই নাকি আপাতত সমস্ত অভিমান মিটিয়ে নিয়েছেন সুনীল।
আগামী ২৫ জুন মুক্তি পেতে চলেছে সালমানের ‘টিউবলাইট’। সেই ছবির প্রচারণাতেই ‘দ্য কপিল শর্মা শো’তে আসছেন ভাইজান। আর এই বিশেষ পর্বের জন্য সুনীলকে এনে স্পেশাল চমক দিল চ্যানেল কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমস।
Show More

আরো সংবাদ...

Back to top button