
জেলার সংবাদ
বরিশালে অজ্ঞাত কারণে যুবকের মৃত্যু
ঢাকা, ১৭ জুন, (ডেইলি টাইমস ২৪):
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় সুমন বিশ্বাস নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার রাতে স্থানীয়রা বোয়ালিয়া সড়কের পাশে অচেতন অবস্থায় সুমনকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসাপাতালে নেওয়া হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি জানার পর খোঁজ নেওয়া হচ্ছে। পরিবার অভিযোগ করলে মৃতদেহের ময়না তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা হবে।
তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমনের পায়ে ক্ষত চিহ্ন রয়েছে।