
আরও ১৩৮ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ
ঢাকা, ১৮ জুন, (ডেইলি টাইমস ২৪):
৩৫তম বিসিএসে চুড়ান্ত উত্তীর্ণদের মধ্য থেকে আরও ১৩৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
রোববার প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে মেধাক্রম ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
এরআগেও প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫৫৫ জনকে নিয়োগের সুপারিশ করে কমিশন।
৩৫তম বিসিএসে ৫ হাজার ৫১৭ জন চাকরিপ্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। কিন্তু তাদের মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয় পিএসসি।
অবশিষ্ট যারা রয়ে গেছেন, তাদের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে যোগ দিতে আগ্রহী তাদের কাছে আবেদন চায় কমিশন। এতে দুই হাজার ৬০০টি আবেদন জমা পড়ে কমিশনে।
এদের মধ্যে থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে পর্যায়ক্রমে নিয়োগ দিচ্ছে পিএসসি।
প্রথম শ্রেণির নন-ক্যাডার পদ শেষ হলে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করবে কমিশন।
২০১৪ সালে নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ সংশোধন করা হয়। এতে বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের সুযোগ তৈরি করা হয়।