
জেলার সংবাদ
সিলেটের ৬ উপজেলায় বন্যা, লক্ষাধিক মানুষ পানিবন্দি
ঢাকা, ১৯ জুন, (ডেইলি টাইমস ২৪):
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের ছয় উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বর্ষণ ও ঢল জনিত কারণে সিলেটের বিভিন্ন স্থানে আউষ ক্ষেত, রাস্থাঘাট ডুবে গেছে। ঝড়ে শতাধিক বাড়ি ডুবে গেছে। বিভিন্ন স্থানে লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে পড়েছে। সিলেটের বন্য কবলিত উপজেলাগুলো হচ্ছে- সিলেটের ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা।
বর্ষণ ও ঢলের কারণে সিলেটের প্রধান নদীগুলোর পানি বাড়ছে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কয়েকটি গ্রাম আবারো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় সহস্রাধিক পরিবার। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ওই এলাকার বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, আউশ ধান ও বিভিন্ন জাতের সবজি ক্ষেত তলিয়ে গেছে। ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা ঘর-বাড়ি। বৃষ্টির পানি ঘরে প্রবেশ করায় অনেকেই মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার জানান, খুব শিগশিরই বেড়িবাধ ও সুইস গেট নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।