
জেলার সংবাদ
রাজশাহীর পুঠিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঢাকা, ২০ জুন, (ডেইলি টাইমস ২৪):
রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুরা হলো, তারাপুর গ্রামের আকবর আলীর ছেলে সামী (৬) ও রনির ছেলে নয়ন (৬)।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু সামী ও নয়ন গোসল করতে বাড়ির পাশে একটি পুকুরে ঝাপ দেয়। এরপরেই এক সঙ্গে তারা তলিয়ে যায়। পুকুরে অনেক খোঁজ করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
কিছুক্ষণ পরেই ওই দুই শিশুর লাশ পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।