
মঠবাড়িয়ায় দলিত পরিষদের মানববন্ধন
ঢাকা, ২১ জুন, (ডেইলি টাইমস ২৪):
হবিগঞ্জে গত ১২ জুন সন্ত্রাসী সাইদুর রহমান কর্তৃক ধর্ষণ শেষে দলিত নারী সুখিয়া হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দলিত পরিষদ ও বাংলাদেশ রবিদাস ফোরামের যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আজ বুধবার সকালে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার দলিত সম্প্রদায়ের মানুষজন অংশ নেন। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা দলিত পরিষদের সভাপতি যোগেন রবিদাস, সহসভাপতি মুক্তিযোদ্ধা সুরেণ রবিদাস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল রায়, দলিত পরিষদের নেতা পলাশ দাস, উপজেলা রবিদাস ফোরামের নেতা দিপক রবিদাস প্রমুখ।
সমাবেশে বক্তারা হবিগঞ্জের দলিত নারী সুখিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।