
খেলাধুলা
ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাবেন আফ্রিদি-আমির
ঢাকা, ২২ জুন, (ডেইলি টাইমস ২৪):
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের পঞ্চম আসর আগামী নভেম্বরে শুরু হবে। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে সাতটি দল অংশ নিলেও এবার অংশ নেবে আট দল।
প্রিয় তারকাদের নিজ নিজ দলে আনা শুরু করে দিয়েছে দলগুলো।
এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাবেন সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আমির (পাকিস্তান), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), শহীদ আফ্রিদি (পাকিস্তান) ও কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)। ঢাকা ডায়নামাইটসের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আমির এর আগে অবশ্য বিপিএলে খেলেছেন চিটাগাংয়ের হয়ে। আফ্রিদি গত আসরে খেলেছেন রংপুরের হয়ে।
গত আসরের ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস।