
বরিশালে মুক্তিযোদ্ধার জমি দখলের নেতৃত্বে যুবলীগ নেতা
ঢাকা, ২৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
বরিশাল নগরীর পুরানপাড়ায় ওয়ার্ড যুবলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে মামুন মৃধা জানান, পুরানপাড়া মৌজায় বাবার পৈত্রিক জমি রয়েছে। ওই জমি নগরীর ৩ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি সোহরাব হোসেন, আলাউদ্দিন, মিজানসহ ১০/১২ জন সন্ত্রাসী প্রতিপক্ষকে দখল করে দেয়ার চুক্তি করে। তাই সকালে নুরজাহান বেগম ও হনুফা সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করে নিয়েছে। তখন বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা হামলা করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহানগরীর কাউনিয়া থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। জমির প্রকৃত কাগজ নিয়ে সালিশ বৈঠকের চেষ্টা করা হচ্ছে।
কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, জোর করে কোনো মুক্তিযোদ্ধার জমি দখলের ঘটনা ঘটলে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।