
যানজট দশ বছরের মধ্যে সবচেয়ে কম: ওবায়দুল কাদের
ঢাকা, ২৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
ঈদযাত্রায় মহাসড়কে কিছুটা ধীর গতি থাকলেও সেটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিগত ১০ বছরের মধ্যে এবারে যানজট সবচেয়ে কম।
২৪ জুন শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অন্য যেকোনো সময়ের চেয়ে মহাসড়কে যাত্রার মান এবারে ভালো এমন দাবি করে মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলে চন্দ্রায় যে দীর্ঘ জট লেগে থাকত, গত ১০ বছরের চেয়ে এবার সেটা কম।’
অতিরিক্ত যানবাহনের কারণে রাস্তায় কিছুটা ধীরগতি রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি, জনগণ সেটা মেনে নেবেন।’
ঈদযাত্রায় ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে এর আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার ভোরে রংপুরে সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে অনুরোধ করেন।