জাতীয়

সম্পন্ন হয়েছে পদ্মা সেতুর দুটি পিলারের কাজ

ঢাকা, ১৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

১৮ সেপ্টেম্বর সোমবার পিলার দুটির শাটারিং খোলার কাজ শুরু হয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর স্প্যান বসানোর কাজ শুরু হতে পারে।

পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানিয়েছেন, সোমবার জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের কাজ শেষ হয়েছে। দুই পিলারের ওপর যে স্প্যান বসানো হবে, তার কাজও শেষ পর্যায়ে। কনস্ট্রাকশন ইয়ার্ডে শেষ সময়ের ঘষামাজা চলছে। পিলার দুটির কংক্রিট ৫০ মেগা প্যাসকেল শক্তি অর্জন করলে স্প্যান বসানো হবে।

এছাড়া শিগগির শেষ হবে ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাজ। এ চারটি পিলারের ওপর তিনটি স্প্যান বসবে। স্প্যানের মাঝ বরাবর চলবে ট্রেন। উপরে কংক্রিটের চার লেনের সড়কে  গাড়ি চলবে বলে জানান তিনি।

২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের প্রায় ৪৭ ভাগ কাজ শেষ হয়েছে। সেতুতে মোট ৪২টি পিলার থাকবে। এর মধ্যে ৪০টি পিলার নির্মাণ করা হবে নদীতে। দুটি নদীর তীরে। নদীতে নির্মাণ করা প্রতিটি পিলারে ছয়টি করে পাইলিং করা হয়েছে, যার দৈর্ঘ্য ১২৭ মিটার পর্যন্ত।

একটি পিলার থেকে আরেকটির দূরত্ব ১৫০ মিটার। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে, ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button