
রোহিঙ্গা ইস্যুতে বিএনপি ছাড়া দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ
ঢাকা, ১৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
রোহিঙ্গা ইস্যুতে বিএনপি ছাড়া দেশের সব রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, এই ইস্যুতে একটি দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও দেশের সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের পেছনে রয়েছে। তাই নতুন করে এই ইস্যুতে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই।
কামরুল ইসলাম আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, যারা সংলাপের কথা বলছে তারা অহেতুক একটা বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করছে। কোনো কিছু হলেই তারা শুধু সংলাপের কথা বলে। এই ইস্যুতে কোনো রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী মানবতার পক্ষে আছেন বলেই আজ বিশ্বের সকল দেশ এবং জাতিসংঘ তাকে সমর্থন করছেন।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।
মোজাম্মেল হক বলেন, রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হচ্ছে তা কিছু ক্ষেত্রে ১৯৭১ সালে বাঙালিদের ওপর করা পাক হানাদার বাহিনীর অত্যাচারকেও ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা সরকারের সমালোচনা করছেন ও রাজনীতি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যমত গড়ে তুলতে হবে।