জেলার সংবাদ

হাতিয়ার ঘাসিয়ার চরে অস্ত্রসহ খোকন বাহিনী প্রধান আটক

ঢাকা, ১৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম এলাকা ঘাসিয়ার চর থেকে জলদস্যু খোকন বাহিনী প্রধান খোকন ডাকাতকে (৩৫) পাঁচটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার গভীর রাতে তাকে ওই চর থেকে আটক করা গেলেও পালিয়ে যায় তার সহযোগীরা।

হাতিয়ার কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বোরহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হাতিয়ার দক্ষিণে দুর্গম অঞ্চলে জেগে ওঠা চর ঘাসিয়ায় জলদস্যু বাহিনী প্রধান খোকন তার লোকজন নিয়ে জেলে নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে তার নেতৃত্বে কোস্টগার্ড ‌ওই চরে অভিযান চালায়। এ সময় ডাকাত খোকনকে আটক করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার আস্তানা থেকে পাঁচটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক খোকনকে কোস্টগার্ডের ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করার পর হাতিয়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান, আটক খোকনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button