বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞাপনের মাধ্যমে আইফোন টেন নিয়ে হুয়াওয়ের ‘উপহাস’!

ঢাকা, ১৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে অ্যাপলের নতুন আইফোন টেন নিয়ে ইতোমধ্যে খোঁচা দেওয়া শুরু করে দিয়েছে। সিএনবিসি এক খবরে বলছে, প্রতিষ্ঠানটি তাদের টুইটার অ্যাকাউন্টে এক শর্ট ভিডিও পোস্টে অ্যাপল নিয়ে বিদ্রুপ করেছে।

ওই ছোট ভিডিওতে দেখা যায়, একটি আপেল খেয়ে শেষ করে ফেলা হয়েছে এবং আপেলের কয়েকটা বিচি শুধু পড়ে আছে। এবং সেখানে লেখা ছিল, ‘হতাশ হচ্ছেন? আমরা একটি সারপ্রাইজ নিয়ে আসছি যা আপনাদের দেখা আগের সবকিছু ছাড়িয়ে যাবে।’ হুয়াওয়ে আগামী ১৬ অক্টোবর তাদের ফ্লাগশিপ ফোন মেট ১০ উন্মুক্ত করতে যাচ্ছে। তাদের হুয়াওয়ে ৯ ফোনটি রিভিউ ছিল যথেষ্ট ভালো।

এছাড়া আরও একটি আলাদা ভিডিওতে ফেসবুকে পোস্টে হুয়াওয়ে অ্যাপলের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে ঠাট্টা করেছে। সেখানে বলা হয় এই প্রযুক্তি প্রায়ই ব্যর্থ হয় এবং “আসল এআই ফোন” অক্টোবরে আসছে।

সূত্র: সিএনবিসি

Show More

আরো সংবাদ...

Back to top button