আন্তর্জাতিক

মারিয়ায় বিধ্বস্ত ডমিনিকা, বন্ধুরা সাহায্য করুন’

ঢাকা, ১৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

ক্যারিবিয়ানের দ্বীপদেশ ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট বলেছেন, ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে দেশটিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি বলেন, অর্থ দিয়ে কেনা সম্ভব এমন সবকিছু আমরা হারিয়েছি।
এর আগে ফেসবুক লাইভ আপডেটে বলেছিলেন, হারিকেন মারিয়ায় তার বাড়ির ছাদ উড়ে গেছে এবং তার বাঁচা মরা সম্পূর্ণভাবে স্রষ্টার হাতে। পোস্টে তিনি বলেন, বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। তাকে উদ্ধার করার পরে ফেসবুক পোস্টে বলেন, আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে সকালে উঠে দেখব প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে হতাহতের খবর।
ঘূর্ণিঝড় মারিয়া এর আগের ঘূর্ণিঝড় ইরমা যে পথে গিয়েছিল সেই পথেই যাচ্ছে। ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতির এই ঘূর্ণিঝড়টি ডমিনিকায় আঘাত হানার পরে ক্যাটগরি ৪ মাত্রায় অবনমিত হয়েছে। কিন্তু এটি পুনরায় শক্তি সঞ্চয় করে পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডসের উপর আঘাত হানতে পারে।
রুজভেল্ট বলেন, আমি এখন আটকে পড়া মানুষদের উদ্ধার ও আহতদের চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি বলেন, বন্ধুর আমাদের সাহায্য প্রয়োজন, সব ধরণের সাহায্য। বিবিসি।
Show More

আরো সংবাদ...

Back to top button