
ওইআর সম্মেলনে অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর)’ সম্মেলনে অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
১৮ থেকে ২০ সেপ্টেম্বর এ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনের প্রথম দিনে শিক্ষামন্ত্রী ‘জাতীয় প্রেক্ষাপটে এসডিজি-৪ অর্জনে ওইআর এর গুরুত্ব’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন। স্লোভেনিয়া, কোস্টারিকা, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, মাল্টা, মেসিডোনিয়া, হাওয়াই ও বুলগেরিয়ার শিক্ষামন্ত্রী এ আলোচনায় অংশ নেন। ইউনেস্কোর নলেজ সোসাইটিজ ডিভিশনের পরিচালক ইন্দ্রজিত ব্যানার্জি প্যানেল আলোচনা পরিচালনা করেন।
আলোচনায় মন্ত্রীরা মানসম্পন্ন শিক্ষা ও এসডিজি-৪ অর্জনে ওইআর এর ব্যবহার বিষয়ে নিজ নিজ দেশের ভালো অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, নীতি-কৌশল ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশে উন্মুক্ত শিক্ষা সম্পদ ব্যবহারের বিভিন্ন দিক ও সীমাবদ্ধতা তুলে ধরেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ওইআর ফর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। ওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে লুবজানা ওইআর একশন প্ল্যান-২০১৭ গ্রহণ করা হবে।
শিক্ষামন্ত্রীর আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।