খেলাধুলা

অভিনব বিয়ের প্রস্তাব পেলেন কোহলি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

ক’দিন আগে ইংল্যান্ড দলের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট। ‘ম্যারি মি’ পোস্টার নিয়ে মাঠে অনেকবারই কোহলিভক্ত তরুণী হাজির হয়েছেন। তবে কোহলিকে মাঝবয়সী এক পুরুষ নিরাপত্তারক্ষী টুইটারে ছবি পোস্ট করে বিয়ের প্রস্তাব দিযে রীতিমতো ঝড় তোলে ফেলেছেন। তাও সেই নিরাপত্তা রক্ষী পুলিশ আবার পাকিস্তানের।
পাকিস্তানী পুলিশের এমন পোস্টার প্রদর্শনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় ওঠে গেছে। এ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা-সমালোচনা।
তবে কোহলি তো আর ফাঁকা নেই। অনেক দিন ধরেই ভারতীয় অধিনায়কের হৃদয়ের গহীন কোনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে এই পাক পুলিশ কি আবেগ থেকেই পোস্টার প্রদর্শন করেছেন, নাকি কোহলির সঙ্গে মশকরা করেছেন সেটা আপাতত অজানাই।
Show More

আরো সংবাদ...

Back to top button