জেলার সংবাদ

ভারতে কারাভোগের পর ছয় বাংলাদেশি শিশু-কিশোরীকে হস্তান্তর

ঢাকা, ১৯ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

ভারতে এক বছর কারাভোগের পর বাংলাদেশ থেকে পাচার হওয়া ছয় বাংলাদেশি শিশু-কিশোরীকে বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গতকাল সোমবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।

ফেরত আসা শিশু-কিশোরীদের অধিকাংশের বাড়ি নড়াইল ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর শরীফ জানান, দেড় বছর আগে এসব শিশু-কিশোরীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করে একটি দালাল চক্র। পরে দালালরা তাদেরকে কলকাতা শহরে ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদেরকে আটক করে আদালতে পাঠায়।

আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাবাসের নির্দেশ দেন। সেখান থেকে সংলাপ নামের একটি সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে তারা এসব শিশুদের নাম-ঠিকানা জোগাড় করে যাচাই করে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়।

‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে ছয় বাংলাদেশি শিশু-কিশোরীদের দেশে ফেরত আনা হয়।

কাগজপত্রের কাজ সম্পন্ন করে মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র কর্মকর্তা বজলুর রহমানের কাছে ছয়জনকে হস্তান্তর করা হয়। সেখান থেকে আজ মঙ্গলবার তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button