জেলার সংবাদ

একযোগে ১ লাখ তাল বীজ রোপন

ঢাকা, ২০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ  থেকে মানুষকে রক্ষা করতে গাইবান্ধায় বুধবার সকালে একযোগে ১ লাখ তালের চারা-বীজ রোপন করা হয়েছে।
জেলা শহরের কুটিপাড়ায় শহর রক্ষা বাঁধের ধারে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল তাল বীজ রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
জানা যায়, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ  থেকে মানুষকে রক্ষা করতে মহাসড়ক, বাঁধ, রেল লাইন ও গ্রামীণ সড়কের ধারে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের উন্মক্ত স্থানে একযোগে ১ লাখ তালের চারা-বীজ রোপন করা হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ কা ম রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আলিয়া ফেরদৌস জাহান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর ইউনুস আলী শাহীন প্রমূখ।
Show More

আরো সংবাদ...

Back to top button