
রাজনীতি
রোহিঙ্গা ইস্যুতে সমাবেশ ডেকেছেন বি. চৌধুরী-কামাল হোসেন
ঢাকা, ২০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে সমাবেশ ডেকেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভপতি ড. কামাল হোসেন। বুধবার বিকালে বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম জানান, আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেবেন, বলেও জানান এই প্রেস সেক্রেটারি।