রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে সমাবেশ ডেকেছেন বি. চৌধুরী-কামাল হোসেন

ঢাকা, ২০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে সমাবেশ ডেকেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভপতি ড. কামাল হোসেন। বুধবার বিকালে বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম জানান, আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেবেন, বলেও জানান এই প্রেস সেক্রেটারি।

Show More

আরো সংবাদ...

Back to top button