
সাতক্ষীরায় আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ বরখাস্ত
ঢাকা, ২১ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
সাতক্ষীরায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সাময়িক বরখাস্ত পুলিশের তিন সদস্য হলেন এসআই আক্তারুল ইসলাম এবং কনস্টেবল আবুল হোসেন ও আব্দুল আলিম।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, আদালত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে কাঠগড়া থেকে হ্যান্ডকাপ খুলে আমজাদ হোসেন নামের হত্যা মামলার এক আসামি পালিয়ে যায়। পলাতক আমজাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আগুনপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার প্রধান আসামি।