
জেলার সংবাদ
কালীগঞ্জে সাপের দংশনে শিশুর মৃত্যু
ঢাকা, ২১ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের দংশনে জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের বারপাখিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই গ্রামের আশরাফ হোসেনের একমাত্র ছেলে।
নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রনি লস্কর জানান, গ্রামে নতুন মসজিদ হয়েছে। এশার নামাজের পর জিহাদ ও তার বন্ধুরা প্রতিদিন মসজিদে ঘুমায়। বুধবার রাতেও তারা ঘুমিয়ে ছিল। আনুমানিক মধ্যরাত সাড়ে ৩টার দিকে বিষধর সাপ ঢুকে জিহাদকে দংশন করে। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।