
খেলাধুলা
অবশেষে দ. আফ্রিকা যাচ্ছেন রুবেল
ঢাকা, ২১ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র অবশেষে পেয়েছেন বাংলাদেশের স্পিডস্টার রুবেল হোসেন। তার মানে দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে আর বাধা থাকল না বাংলাদেশ দলের এই পেসারের।
বিসিবি সূত্রে জানা গেছে, কাল সকালের ফ্লাইটে উড়াল দিচ্ছেন রুবেল।
জানাযায়, ‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হয়ে ছিলেন। নামের এ বিভ্রাটের কারণেই দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে ছিল ক্রিকেটার রুবেলের। শনিবার সতীর্থদের সঙ্গে জোহানের্সবার্গের প্লেনে উঠতে গিয়েই বিপত্তিটা ধার পড়ে।
অবশেষে সমস্যার সমাধান হওয়ায় ঘাম দিয়ে যেন জ্বর নেমেছে ২৭ বছর বয়সী এই পেসারের, ‘ওদের ছাড়পত্র পেয়েছি। এখন টিকিট পাওয়ার অপেক্ষায়।’ কতটা দুশ্চিন্তায় কেটেছে এ কয়টা দিন, সেটি বলতে গিয়ে একগাল হাসলেন রুবেল, ‘টেনশন করার কী আছে! নামের কারণে যা হলো, নামই দেখছি বদলে ফেলতে হবে!’ ইএসপিএন ক্রিকইনফো।