শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়: মাস্টার্সের সর্বশেষ ভর্তির আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

ঢাকা, ২১ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের (প্রফেশনাল ভর্তির কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং) সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইনে আবেদন ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে।
যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে এবং যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ নিশ্চয়ন করেছে তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd)  থেকে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
Show More

আরো সংবাদ...

Back to top button