
জেলার সংবাদ
মুন্সীগঞ্জে মাকে গলা কেটে হত্যা, আহত বোন
ঢাকা, ২২ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুরে জাহানারা বেগম (৬০) নামে এক মাকে গলা কেটে হত্যা করেছে তার কুপুত্র রতন শেখ (৩৩) নামে এক যুবক। এসময় আহত হয়েছে রতনের বোন মনি আক্তার।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পুত্র রতন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত মনি আক্তারকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বলে সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, রতন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তবে কী কারণে মাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।