
পরকীয়ায় ভাঙল অনিল-সাইফ সন্তানের প্রেম
ঢাকা, ২২ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে সাইফ আলী খানের মেয়ে সারা আলি খানের বিচ্ছেদ হয়ে গেছে বেশ কিছুদিন হল।
ওই সময় জানা যায়, হর্ষবর্ধনের সঙ্গে সারা সম্পর্ক রাখুন, এটা মোটেই চাইতেন না সাইফ আলি খানের সাবেক স্ত্রী অমৃতা সিং। আর এ কারণেই নাকি হর্ষের সঙ্গে সারার বিচ্ছেদ হয়ে যায়।
কিন্তু এবার যা শোনা গেল, তাতে তো জল্পনা নতুন করে শুরু হল। বলিউডে চাউর হয়েছে হর্ষের নাকি পরকীয়ার স্বভাব ছিল। সারার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় নাকি একাধিক নারীর সঙ্গে ডেটিং করেছেন তিনি।
বলিউড বাবলের খবর অনুযায়ী, অনিল কাপুরের ছেলে মির্জিয়া থেকে বি টাউনে ডেব্যু করার পর থেকেই অনেকের সঙ্গে সম্পর্কে জড়ান। এমনকি সারার সঙ্গে সম্পর্কে জড়ানোর পরও আরও এক মডেলের সঙ্গে তিনি ডেটিং শুরু করেন। যদিও হর্ষ দাবি করেন, ওই মডেল নাকি তার পুরনো বন্ধু। আর সেই কারণেই তার সঙ্গে বেশ ভালো সম্পর্ক।
বর্তমানে কেদারনাথ-এর শুটিং-এ ব্যস্ত সারা। অন্যদিকে অভিনব বিন্দ্রার বায়োপিকে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন হর্ষবর্ধন কাপুর।