
বোমা ও মিসাইল তৈরির ছক কষছিল রাম রহিম?
ঢাকা, ২২ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
ভারতের বিতর্কিত ধর্মগরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তার একের পর এক কীর্তি সামনে আসতে শুরু করেছে। জাগরণের খবর অনুযায়ী, গুরমিত রাম রহিম সিং নাকি ডেরাকে সুরক্ষিত রাখার জন্য নিজস্ব ‘সেনা’ গড়তে চেয়েছিল।
পাশাপাশি, ডেরার গোপন আস্তানায় বোমা এবং মিসাইল তৈরির কাজও শুরু করতে চেয়েছিল গুরমিত।
প্রতিবেদনে প্রকাশ, ডেরার প্রাসাদের মধ্যেই নাকি বেশ কিছু যুবককে দিয়ে বোমা তৈরির কাজ করানো হবে প্রস্তুতি নেওয়া হয়। তাঁরা যেকোনো সময় গুরমিতের গোপন আস্তানায় হাজির হতে পারতেন। ওই যুবকদের দিয়েই বোমা বাঁধার কাজ করাতে চাইত গুরমিত। পরিস্থিতি কখনো হাতের বাইরে চলে গেলে, যাতে ওই বোমা এবং মিসাইল ছুঁড়ে তা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে তত্পর ছিল রাম রহিম সিং।
শুধু তাই নয়, গুরমিতের কাজ কর্ম প্রকাশ্যে আসার পর তা প্রকাশ করতে চেয়েছিলেন এক সাংবাদিক। এবং তা জানতে পারার পরই ওই সাংবাদিককে ডেরা সদস্যদের দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সূত্র: ইন্টারনেট