
সুচি ও সেনাবাহিনীকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ঢাকা, ২৩ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমরা যে নির্যাতনের শিকার হচ্ছে তাতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে মিয়ানমারের নেতা অং সান সুচি ও দেশটির সেনাবাহিনীর কর্মকর্তাদের ‘চাপ’ দিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।
সাংবাদিকদের নিকি হ্যালি বলেন, ‘আমরা শুধু তাকে (সুচি) চাপ দিচ্ছি না, আমরা সেনাবাহিনীকেও চাপ দিচ্ছি।’
নিকি হ্যালি জানান, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জোসেফ ডানফর্ড মিয়ানমারের সেনাপ্রধানকে বলেছেন ‘এমনটি চলতে পারে না’।
এর আগে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের দৃঢ় ও দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ট্রাম্পের এই বক্তব্য তুলে ধরেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।