জেলার সংবাদ

গণহিস্টিরিয়ার ভয়ে স্কুল বন্ধ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):

ফরিদগঞ্জে গণহিস্টিরিয়া থেকে স্কুলের শিক্ষার্থীদের রক্ষা করতে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলার বাসারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে বাসারা উচ্চ বিদ্যালয়ের প্রতিদিনের মতো শিক্ষা কার্যক্রম শুরু হয়। হঠাৎ করেই দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার ক্লাসে অজ্ঞান হয়ে পড়ে।

তার দেখাদেখি হুমায়ারা, শামীমাসহ আরও তিনজন অজ্ঞান হয়ে পড়ে। প্রধান শিক্ষক তা জানতে পেরে তাৎক্ষণিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে ছুটির ঘোষণা দেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদবকৃষ্ণ সাহা জানান, একজনের দেখাদেখি অন্য শিক্ষার্থীরাও আতংকে অজ্ঞান হয়ে পড়ে। তাই তিনি বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেন।

তিনি জানান, গত বছরও এভাবে দুই দিনে অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তাই এবার শুরু থেকেই সতর্ক ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button