
শিক্ষা
কুয়েট দিবস
ঢাকা, ২৪ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস ২৪):
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১৪তম বর্ষপূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
এরপর সকাল পৌনে ১০টায় অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. বজলার রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রফিক, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া প্রমুখ।